বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের 

১ম সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের এসপি 

কিশোরগঞ্জ প্রতিনিধি

১ম সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের এসপি 

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি  ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর প্রধান পৃষ্ঠপোষকতায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডের মাধ্যমে ১৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

এর মধ্যে সভাপতি ১ জন, সহ-সভাপতি ৯জন, সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৭ জন, সাংগঠনিক সম্পাদক ৭জন, অন্য পদে ২৮জন ও সদস্য রয়েছেন ১০২ জন। 

বাংলাদেশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম(বার) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল , বিপিএম, পিপিএম(বার)। 
 
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বিপিএম-সেবা, পিপিএম (বার) এ কমিটির ১ম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের মধ্যে আনন্দমূখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

টিএইচ